হবিগঞ্জ: হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের অবহেলিত অঞ্চলেও উন্নয়ন অগ্রগতি পৌঁছে দিয়েছে। গ্রামাঞ্চলের মানুষরাও এখন দেশের সব তথ্য জানে। এক্ষেত্রে মফস্বলের সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বক্তব্যে সরকারি নিয়মের ভেতরে থেকে শিগগিরই হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ভাল কিছু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।
সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ পৌরমেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান।
সভায় হবিগঞ্জ জেলায় কর্মরম বিভিন্ন গণমাধ্যমের কর্মীর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এএটি