ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুর শহরে আবার কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

মুহাম্মদ মাসুদ আলম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
চাঁদপুর শহরে আবার কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

চাঁদপুর: চাঁদপুর জেলা সদরে ও শহরতলীতে আবার বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কখনও সিনিয়র-জুনিয়র, কখনও মাদক, কখনও মেয়ে সংক্রান্ত বিষয় ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং সদস্যরা।

 

তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেওয়ায় আতঙ্কিত হচ্ছে পথচারী ও সাধারণ জনগণ।  

গত দুই বছরে চাঁদপুর শহর ও শহরতলীর কিশোর গ্যাং সদস্যদের হামলা ও দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যাণ্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের হামলার ঘটনা বার বার ঘটছে।

এদিকে শনিবার (১২ নভেম্বর) রাতে হঠাৎ চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে কিশোর গ্যাংয়ের প্রায় ৩০ জনকে রাস্তায় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, শনিবার রাতে শহরের হাজি মহসিন রোড থেকে লিটন ও রামিমের নেতৃত্বে কিছু কিশোর হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে। তারা চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অটোরিকশার স্ট্যান্ডে চিৎকার করে অমিত নামে একজনকে বেরিয়ে আসতে বলে। পরে রাস্তায় অস্ত্র ঘসতে থাকে তারা এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় স্ট্যান্ডে অনেক লোকজন থাকলেও কেউ আহত হয়নি। তারা অনেকেই সরকার দলীয় রাজনীতির সঙ্গে জড়িত।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেকদিন ধরে এ স্থানে চলছে অস্ত্রের মহড়া। গত কয়েকদিন আগে এক পথচারী কলেজ শিক্ষার্থীকে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফেলে রেখে চলে যায়। তাদের নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।  
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, অস্ত্র নিয়ে কয়েকজন মহড়া দিচ্ছে-এমন খবর শুনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়। যারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এর আগেও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের আটক করে গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।