ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্যুরিস্ট পুলিশ প্রধানের সঙ্গে ৪০তম বিসিএস অফিসারদের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
ট্যুরিস্ট পুলিশ প্রধানের সঙ্গে ৪০তম বিসিএস অফিসারদের সাক্ষাৎ

ঢাকা: ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৪০তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের গেজেটেড অফিসাররা।

রোববার (১৩ নভেম্বর) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে কনফারেন্সরুমে ফুল দিয়ে সুপারিশপ্রাপ্ত অফিসারদের বরণ করে নেন হাবিবুর রহমান।

এ সময় নবীন অফিসারদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠার সঙ্গে কর্মজীবন শুরু করার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

অতিরিক্ত আইজিপি বলেন, আমি আশা করি তোমরা তোমাদের দক্ষতা, একনিষ্ঠ ও সততার মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখবে।  

এ সময় ৪০তম বিসিএসের পুলিশ, প্রশাসন, সাধারণ শিক্ষা, সমবায় ও ট্যাক্স ক্যাডারের অফিসাররা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।