লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুল ইসলাম (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানী বাড়িতে নিজেদের বসতঘরের আড়া থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (১৪ নভেম্বর) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরিবারের ধারণা, দড়ি নিয়ে খেলা করতে গিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে।
সাইফুল চরবংশী গ্রামের কেরানী বাড়ির দুলাল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, রোববার বিকেলে নিজেদের দৌচালা টিনের বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলতে থাকা দড়িতে গলায় ফাঁস লেগে একটি শিশু মারা গেছে। এমন খবর পেয়ে স্থানীয় হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে সহকারী পুলিশ সুপার শেখ সাদী (রায়পুর সার্কেল) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেন।
থানার ওসি শিপন বড়ুয়া বাংলানিউজকে বলেন, ঝুলন্ত অবস্থা থেকে শিশু সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
আরএ