ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী, উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, নভেম্বর ১৪, ২০২২
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী, উদ্ধার

ঢাকা: রাজধানীতে সাভার পরিবহনের বাসে এক ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার বয়স আনুমানিক ৩৮ বছর।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই বাসের যাত্রী মো. স্বাধীন জানান, তিনি গাবতলী থেকে বাসটিতে ওঠেন। আসাদগেট আসার পর বাসের একটি সিটে ওই ব্যক্তিকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। বাসটি শাহবাগ মোড়ে এলে বাসের স্টাফদের সহযোগিতায় তাকে বাস থেকে নিচে নামান। এরপর ৯৯৯ এর মাধ্যমে শাহবাগ থানায় খবর দিয়ে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যান।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, বাসের ভেতর তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে মোবাইল বা মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি। ঢাকা মেডিকেলে স্টোমাক ওয়াশ করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২ 
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।