ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন ইটভাটার শ্রমিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন ইটভাটার শ্রমিক

ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে মানিক মিয়া (২৫) নামে এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মানিককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মানিকের চাচা নাজির হোসেন ও দূর সম্পর্কের ভাই শাহ আলম জানান, মানিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে। সেখানে তিনি একটি ইটভাটায় কাজ করেন। তার বাবার নাম কামাল মিয়া। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে তিনি মেডিকেল টেস্ট করানোর জন্য সকালে গ্রাম থেকে ঢাকায় আসেন। তবে বিকেলে মানিকের ফোন থেকেই তারা খবর পান, ফুলবাড়িয়ায় অচেতন অবস্থায় পড়ে আছেন মানিক। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তার কাছে মোবাইল ফোন ছাড়া কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি।  

তাদের অভিযোগ, মানিকের সঙ্গে আনুমানিক ৫০ হাজার টাকা ছিল। তা খোয়া গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভুক্তভোগী মানিকের স্টমাক ওয়াশ করা হয়েছে। তিনি হাসপাতালের জরুরি বিভাগের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।