ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে লঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
প্রধানমন্ত্রীর সঙ্গে লঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী (২৩-২৬ নভেম্বর) ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী।

এ বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার জন্য শুভ কামনা করে দেশটির দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার কামনা করেছেন।

আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার দীর্ঘায়িত উপস্থিতি বাংলাদেশ এবং সমগ্র অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক, পরিবেশ এবং নিরাপত্তা স্থাপত্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের পৈতৃক ভূমিতে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের টেকসই, নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য শ্রীলঙ্কার সমর্থন চান শেখ হাসিনা।

কোভিড-১৯ মহামারী এবং আঞ্চলিক অর্থনীতিতে এর প্রভাব নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতার প্রশংসা করেন।

দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের মধ্যে শিপিং এবং বিমান যোগাযোগের ওপর জোর দেন আলী সাবরি।

লঙ্কানরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং বাংলাদেশ থেকেও বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে কলম্বো সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।