ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রি চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, নভেম্বর ২৮, ২০২২
ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রি চক্রের ৫ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীতে ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রি চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

রোববার (২৭ নভেম্বর) থেকে সোমবার (২৮ নভেম্বর) রাজধানীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেফতার আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।  

সোমবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ