ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

৩ লাখ জনসমাগম ঘটানোর উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
৩ লাখ জনসমাগম ঘটানোর উদ্যোগ

নারায়ণগঞ্জ: জাতীয় উন্নয়নের প্রতিক মেট্রোরেল প্রকল্পের ডিপোর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে রূপগঞ্জের পূর্বাচলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ০২ ফেব্রুয়ারি এই ডিপো উদ্বোধন করবেন।

 

আগামী ২৬ জানুয়ারি ডিপোটি উদ্বোধন করার কথা থাকলেও তারিখ পিছিয়ে ০২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

এ উপলক্ষ্যে রূপগঞ্জের পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলের সমর্থকদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পৃথকভাবে প্রস্তুতিমূলক সভা করেন নেতাকর্মীরা।  

সভায় বসুন্ধরা গ্রুপ, রংধনু গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যৌথভাবে উপজেলার ভোলাব, দাউদপুর, ভুলতা, গোলাকান্দাইল, রুপগঞ্জ, কায়েতপাড়া, মুড়াপাড়া ইউনিয়ন, কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন এলাকা থেকে শান্তিপূর্ণভাবে তিন লক্ষাধিক লোকের সমাগমের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাস্থল ও এর আশেপাশের অঞ্চলকে শোভিত করার জন্য সবাইকে দিক নির্দেশনা দেওয়া হয়।

সভার এক পর্যায়ে রংধনু গ্রুপের পক্ষ থেকে দারিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।  

এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, মেট্রোরেল হলে তখন আপনারা বুঝবেন। যেখানে ঢাকায় যেতে সময় লাগতো ২ ঘণ্টা, সেখানে সময় লাগবে মাত্র ১৫ মিনিট। আমাদের বাস-রিকশার জন্য এখন দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তখন আর দাঁড়িয়ে থাকতে হবে না। আর এই জন্যই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেভাবে যে অবস্থায় আমাদের ডাকবেন, সে অবস্থায় আমরা সাড়া দিয়ে যাব ইনশাআল্লাহ।

কায়েতপাড়ায় এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক হাজী মজিবুর রহমান, জলিল ভুইয়া, আওয়ামী লীগ নেতা হাজ্বী সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েত পাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে।

এর আগে, প্রধানমন্ত্রীর আগমন সফল ও উৎসবমুখর করতে গত ১৬ জানুয়ারি দুপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হাউজে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ববসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব ছালাউদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন কমল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, তরুণ ব্যবসায়ী ও কাঞ্চন পৌর আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোঘলসহ আরও অনেকে।

ওই সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সংগঠন যখন অপ্রতিরোধ্য আর গতিশীল, তখন সঠিক নেতৃত্ব আর পৃষ্ঠপোষকতার অভাবে রাজধানীর উপকণ্ঠের গুরুত্বপূর্ণ উপজেলা রূপগঞ্জ দ্বিধাবিভক্ত। পাশাপাশি নেতাকর্মীরা দলীয় আন্তকোন্দলের কারণে মামলায় জর্জরিত। আমরা চাই, সংগঠনদরদি একজন সঠিক ও দায়িত্বশীল নেতার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ঘটাতে। পাশাপাশি প্রধানমন্ত্রীর রূপগঞ্জ আগমনকে স্মৃতিময় করতে আমরা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।