ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

৭ দাবিতে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, অক্টোবর ১৩, ২০২৫
৭ দাবিতে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবিতে দুই দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

ঘোষণা অনুযায়ী, ১৪ অক্টোবর সকাল ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

একই দিন একই সময়ে দেশের সকল বিভাগীয় শহরেও মানববন্ধন পালন করা হবে। পরদিন ১৫ অক্টোবর জাগপার সকল সাংগঠনিক জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, ৭ দফা দাবির ভিত্তিতে জাগপা এর আগে প্রথম দফায় ৩ দিন ও দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার তৃতীয় দফায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হলো।

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, শুধুমাত্র সাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। শুধুমাত্র সাক্ষর নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। একই সঙ্গে উক্ত আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। নির্বাচনের দিন একইসাথে গণভোট আয়োজন করা হলে, জাতীয় নির্বাচন মুখ্য এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ প্রধান আরও বলেন, জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে, কিন্তু এখনো পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, লগি-বৈঠা গণহত্যার বিচার দৃশ্যমান নয়। আওয়ামী আমলে সংঘটিত জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচারও হয়নি। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ প্রয়োগের পদক্ষেপ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হলেও তাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দল এখনো মুক্ত। তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের মতো বিচার করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী আমলে ভারতের সঙ্গে সম্পাদিত সব গোপন ও অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করা জরুরি। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন আর মেনে নেবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা সভাপতি শ্যামল চন্দ্র সরকার, এবং যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।