ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে ভাইয়ের পক্ষে মাঠে, স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
নির্বাচনে ভাইয়ের পক্ষে মাঠে, স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

কক্সবাজার: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কায়সারুল হক জুয়েলকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নিদের্শনায় এই বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত কায়সারুল হক জুয়েল কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।  

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী মেয়রপ্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ। এই বিদ্রোহী প্রার্থী ছোট ভাই কায়সারুল হক জুয়েল। দলীয় প্রার্থীর বিপক্ষে ভাইয়ের পক্ষে মাঠে রয়েছেন জুয়েল।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।