ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢামেকে ভর্তি সিরাজুল আলম খান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, মে ২০, ২০২৩
ঢামেকে ভর্তি সিরাজুল আলম খান

ঢাকা: অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই)।  

শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তিনি এখন ঢামেক পুরাতন ভবনের ৯ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।

অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু জানান, বার্ধক্যজনিত কিছু রোগের কারণে তাকে (সিরাজুল আলম খান) সমরিতা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, তিনি হাসপাতালে পুরাতন ভবনের কেবিনে ভর্তি আছেন। মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৯৭৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।