ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, অক্টোবর ৭, ২০২৩
ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে: মেনন

বরিশাল: ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে তাদের আন্দোলনের বেলুন এখন চুপসে গিয়েছে তাই তাদের নির্বাচন প্রতিরোধের তারিখ পূজার পরে নিয়ে গেছে। এভাবে কখনো ঈদ কখনো পূজা পেছাতে পেছাতে তাদের বেহাল অবস্থা, আর সামনের নির্বাচনে না এলে তাদের দল বিলুপ্ত হয়ে যাবে।

শুক্রবার (০৬ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে মেনন আরও বলেন চ্যালেঞ্জ এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ডেঙ্গুর মৃত্যুতে মানুষকে রক্ষা করা।

কর্মী সভায় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেছা খান, পলিটব্যুরো সদস্য নজরুল হক নিলু, সাবেক সাংসদ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান, জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ ও শাহিন হোসেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘন্টা, অক্টোবর ৭, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।