ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মুজিবনগরে জামায়াতের ৫ নারী কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, অক্টোবর ২৬, ২০২৩
মুজিবনগরে জামায়াতের ৫ নারী কর্মী আটক

মেহেরপুর: নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের পাঁচ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠককালীন তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের সুখি সোনা (৪০), কোহিনুর বেগম (৪৫),  শারমিনা খাতুন (২২), রওশনারা খাতুন (৪৬) ও পারভীনা খাতুন (৩৪)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নাশকতা পরিকল্পনা নিয়ে জামায়াতের নারী কর্মীরা বৈঠক করছিলেন। বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।