ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, অক্টোবর ১৬, ২০২৫
জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান জন্মদিনে ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের ৪১তম জন্মদিন পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পল্টন মহানগর কার্যালয়ে জাগপার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের আয়োজন করেন।

জন্মদিনে দেশবাসীর উদ্দেশে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে রাশেদ প্রধান বলেন, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।

তিনি আরও বলেন, দেশের অসংখ্য মানুষকে অনাহারে রেখে জন্মউৎসব পালন করতে আমার মন সায় দেয় না। তবে পরিবার ও সংগঠনের সহযোদ্ধারা ভালোবাসা থেকে আয়োজন করে, তাদেরও না বলা যায় না। জন্মদিন মানে মৃত্যুর দিকে আরেক কদম এগিয়ে যাওয়া। মৃত্যুর আগে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই- এটাই আমার জন্মদিনের প্রতিজ্ঞা।  

এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ সৌরভসহ বিভিন্ন নেতাকর্মী।

টিএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।