ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার  মাসুদ পারভেজ

মাদারীপুর: মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার জানান, সকালের দিকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে ঢাকার পল্টন থেকে সাদা পোশাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পারভেজ বর্তমানে পল্টন থানায় রয়েছেন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি ওয়ারেন্টভুক্ত আসামিও নন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারের বিষয় তিনি অবগত নন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।