ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ছাত্রশিবিরের কুরআনের দারস মাহফিলে হামলায় জামায়াতের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৯, অক্টোবর ২০, ২০২৫
ছাত্রশিবিরের কুরআনের দারস মাহফিলে হামলায় জামায়াতের নিন্দা

নোয়াখালী জেলায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র কুরআনের দারস মাহফিলে যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের দুষ্কৃতিকারীদের হামলায় অর্ধশতাধিক শ্রোতা আহত এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৯ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র কুরআনের দারস মাহফিলে যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

তিনি বলেন, আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ইসলামবিরোধী চরিত্র স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

এডভোকেট জুবায়ের আরও বলেন, পবিত্র কুরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কুরআনের শিক্ষা মানুষকে নীতি, নৈতিকতা ও মানবতার আলোকে পরিচালিত করে। ধর্ম মানুষকে সত্য, সুন্দর ও শান্তির পথ দেখায়। তাই পবিত্র কুরআনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের মৌলিক দায়িত্ব। এমন একটি মহান ধর্মীয় শিক্ষার আসরে হামলা ইসলাম ও মানবতার ওপর সরাসরি আঘাত।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ কুরআনের দারস মাহফিলে এ হামলার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুষ্ঠান বা কুরআন শিক্ষার প্রচেষ্টা বাধাগ্রস্ত করার দুঃসাহস না দেখায়।

টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ