ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দ্বিতীয় দিনের অবরোধের ১৩ ঘণ্টায় ৮টি অগ্নিসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, নভেম্বর ১, ২০২৩
দ্বিতীয় দিনের অবরোধের ১৩ ঘণ্টায় ৮টি অগ্নিসংযোগ

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও যানবাহনে অগ্নিসংযোগের সংবাদ পাওয়া যাচ্ছে। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী বুধবার সকাল ৬টা  থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ঢাকা সহ সারাদেশে ৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা  কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান। তিনি জানান, সকাল ৬ থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৮টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে রাজধানীতে ২টি, সাভার ২টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া) ১টি, রংপুর বিভাগে (পার্বতিপুর) ১টি ঘটনা ঘটে।

এই অগ্নিসংযোগ এর ঘটনায়  ৪টি বাস, ১টি লরি, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল পুড়ে যায়।

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ