ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, নভেম্বর ৫, ২০২৩
গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খলিফাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৫ নভেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাকিরের ভাই মিজান খলিফা অভিযোগ করে বলেন, রোববার (৫ নভেম্বর) সকালে মাহিলাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাকির। পথিমধ্যে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা জাকিরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।