ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক সহিংসতা পরিহার করার আহবান ইসলামী সমাজের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
রাজনৈতিক  সহিংসতা পরিহার করার আহবান ইসলামী সমাজের

ঢাকা: ইসলামী সমাজ'র আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি জোট এবং সরকার বিরোধী জোট এক ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে। এর ফলে জাতীয় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে।

এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। বর্তমান প্রেক্ষাপটে দেশের অধিকাংশ মানুষ ভাল নেই। বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মানুষের উপর চরম জুলুম নির্যাতন চলছে। এসবের মূল কারণ হচ্ছে- আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা।

শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ”দেশে চলমান সংঘাত ও সংঘর্ষময় অবস্থার মৌলিক কারণ, উত্তোরণের উপায় এবং ইসলামী সমাজের অবস্থান” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৈয়দ হুমায়ূন কবীর দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় প্রতিষ্ঠিত মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের আইন-বিধান গ্রহণ করাই মুক্তির একমাত্র উপায়। সেই লক্ষ্যেই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ।
 
সরকারি জোট এবং সরকার বিরোধী জোটসহ সকল রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ইসলামী সমাজের আমীর বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে মানবরচিত ব্যবস্থা পরিহার করে হযরত মুহাম্মাদ (সা.) এর প্রদর্শিত পদ্ধতিতে মহান আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনে সকলে এগিয়ে আসুন। এতে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং পরকালেও নাজাতের ব্যবস্থা হবে। এসময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানি, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের আক্রমণ ও নিরীহ মুসলিমদের উপর জুলুম-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে সৈয়দ হুমায়ূন কবীর বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতাসীনদেরকে ফিলিস্তিনে গাজাবাসীদের উপর ইসরায়েলের বর্বোরচিত আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ইসলামী সমাজের আমির ৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি গুলো হলঃ

১। দেশে চলমান সংঘাত ও সংঘর্ষ থেকে বাঁচতে দেশের মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত 
২। প্রশাসনকে চিঠি প্রদান
৩। ঢাকায় ৫টি পথসভা 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ইসলামী সমাজের বিভাগীয় দায়িত্বশীল- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মোঃ নুরুদ্দিন, মুহাম্মাদ আলী জিন্নাহ, মোঃ আজমুল হক, মোঃ সেলিম মোল্লা, হাফিজুর রহমান, আসাদুজ্জামান বুলবুল, মোহাম্মাদ আবু বকর সিদ্দীক ও সাইফুল ইসলাম প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩

টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।