ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের ধারা বজায় রাখতে নসরুল হামিদকে মন্ত্রী হিসেবে দেখতে চান নতুন ভোটাররা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
উন্নয়নের ধারা বজায় রাখতে নসরুল হামিদকে মন্ত্রী হিসেবে দেখতে চান নতুন ভোটাররা ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা-৩ আসনের ( দক্ষিণ কেরানীগঞ্জ) নতুন ভোটারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন। তারা উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে নসরুল হামিদ বিপুকে মন্ত্রী হিসেবে দেখতে চান।

রোববার (৭ জানুয়ারি) ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য ভোট কেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটাররা এ কথা বলেন।  

দোলেশ্বর ভোটকেন্দ্রে প্রথমবার ভোট দিতে এসেছেন মো. আরাফাত আহমেদ পিয়াল। তিনি বাংলানিউজকে বলেন, ‘নতুন ভোট নতুন সম্ভাবনা। আমরা আজকে একসঙ্গে ৩২ জন নতুন ভোটার ভোট দিতে এসেছি৷ সবাই একসঙ্গে ভোটার হয়েছি। তাই একসঙ্গে ভোট দিতে এসেছি। আমাদের এলাকায় গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন হয়ে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নসরুল হামিদ বিপু ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। ’

নতুন ভোটার সুমাইয়া আক্তার বলেন, ‘লাইফে প্রথম ভোট দিচ্ছি অনেক ভালো লাগছে। মনে অন্য রকম এক অনুভূতি কাজ করছে। আসলে ছোট থেকে শুনে এসেছি নির্বাচনে অনেক সমস্যা হয়। কিন্তু আজ ভোটকেন্দ্রে এসে সে ধারণাটা বদলে গেলো। এতো সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে যেটা না এলে বিশ্বাস করতাম না। আমি চাই এই সরকার আবারও ক্ষমতায় আসুক তাহলে উন্নয়নের ধারা বজায় থাকবে। ’

কেরানীগঞ্জের ১নং ওয়ার্ডের হাজারীবাগ ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি যাচ্ছিলেন মো. সিয়াম। তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট দিয়েছি। ভেতর থেকে অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। নৌকা প্রতীকে ভোট দিয়েছি। এ এলাকার উন্নয়নে কাজ বজায় রাখতে বিপু ভাইকে বিজয়ী করে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চাই। ’

নতুন ভোটার মো. আলামি বলেন, ‘খুব ভালো লাগছে। আনন্দ উৎসাহ নিয়ে ভোট দিচ্ছি। আমরা ৩২ জন নতুন ভোটার একই রকম পাঞ্জাবি পরে ভোট দিতে আসছি। আমাদের এলাকায় কখনো অপ্রতীকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। ’

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে (কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন) ৬ মনোনয়ন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের নসরুল হামিদ, জাতীয় পার্টির মনির সরকার, জাকের পার্টির আ. রাজ্জাক, বাংলাদেশ কংগ্রেসের আবু জাফর, বাংলাদেশ সর্বজনীন দলের মো. রমজান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম।  

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৫৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৮৯৪ জন,  নারী ভোটার এক লাখ ৬৭ হাজার ৬৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
জিসিজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।