ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, জানুয়ারি ২৮, ২০২৪
গাজীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

রোববার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মাওলানা ড. শফিকুর রহমানসহ কারাবন্দি সব নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা ও হয়রানি মামলা বন্ধ, সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে শরীফ থেকে শরিফার গল্প এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলে দলটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।