ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে স্বাধীনতা বিসর্জন দিয়েছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
‘প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে স্বাধীনতা বিসর্জন দিয়েছেন’

ঢাকা: গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আপনি (শেখ হাসিনা) আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে বার্মা সীমান্ত অরক্ষিত করে আমাদের স্বাধীনতা বিসর্জন দিয়েছেন। এজন্য জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সীমান্তের গোলাগুলিতে আমাদের দেশের কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। কিন্তু এর বিরুদ্ধে আপনারা (সরকার) কোনো ব্যবস্থা নিতে পারেননি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কোনো উদ্যোগ নিতে পারেননি। এর কারণ হলো, আপনার (শেখ হাসিনা) কোমরে জোর নেই। আপনি ভারত, চীন এবং রাশিয়ার সহায়তায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে আছেন। আপনি (শেখ হাসিনা) নিজেও বলেন, তারা নাকি আপনাকে ক্ষমতায় রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরের (অন্য দেশের) রাষ্ট্রের মন্ত্রণালয় বলে উল্লেখ করে তিনি বলেন, এই পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের দেশের মন্ত্রণালয় নয়, এটি পরের রাষ্ট্রের মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।