ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: রমজানের পবিত্রতা রক্ষায় ও ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।  

শুক্রবার (১৫ মার্চ) জুমার পর শহরের চাষাঢ়া নূর মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

এ সময় সাধারণ মুসুল্লিরাও দলে দলে এতে যোগ দেন।

এতে নেতৃত্ব দেন খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। মিছিলটি শহরের চাষাঢ়া গোল চত্বর হয়ে বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুনে লেখা ছিল ইসরায়েলি সব পণ্য বয়কট করুন, অশ্লীলতা বেহায়াপনা ও পর্নোগ্রাফি বন্ধ করুন, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন, ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা বন্ধ করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমান, কারাবন্দি আলেমদের মুক্তি দিন, অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ও রমজানের পবিত্রতা রক্ষা করুন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।