ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতার ৫৪ বছরে পঞ্চাশ বছরের মুক্তিযোদ্ধাও পাওয়া যায়: জেএসডি

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
স্বাধীনতার ৫৪ বছরে পঞ্চাশ বছরের মুক্তিযোদ্ধাও পাওয়া যায়: জেএসডি

ঢাকা: স্বাধীনতার ৫৪ বছরেও দেশে পঞ্চাশ বছরের মুক্তিযোদ্ধাও পাওয়া যায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি তানিয়া রব।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

তানিয়া রব বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা যদি ৫০ বছর বয়সের মুক্তিযোদ্ধা পাই, তাহলে মুক্তিযুদ্ধের অর্জন বড় একটা ফারাকের মধ্যে থাকে। আসলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আমরা কি পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি? পারিনি। কেন পারিনি, সেটা আমাদের বড় দুঃখ রয়ে গেল।

তিনি আরও বলেন, শাসক দলের একটা ধারনা তারা সবটাই করছে। কিন্তু প্রাপ্তি থেকে জনসাধারণ এখনও অনেক দূরে রয়েছে। সুতরাং মনে হয় আমরা যে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন। সেটা এখনও অর্জন হয়নি।

এ সময় তার সঙ্গে জেএসডি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।