ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের চলমান কমিটি ব্যর্থ, অকার্যকর, নিষ্ক্রিয় অভিযোগ করে তা ভেঙে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে নতুন কমিটির দাবিতে মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ চায়না টাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন তারা।
বক্তব্যে নেতারা বলেন, ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়ন উন্মুখদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলশ্রুতিতে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন সময়ে অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছেন।
বক্তারা দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোনো সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাই উপস্থিত হন না। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে জেলা-উপজেলা পর্যায়ে নিষ্ক্রিয়তা, আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোনো বিচার হচ্ছে না। এক কথায়, বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এমতাবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি।
সমাবেশে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, আহসানুল্লাহ তুষার।
সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতাদের মধ্যে বক্তব্য দেন সাবেক সহ-সভাপতি তারিক উজ-জমান, শোয়াইব খন্দকার, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান। ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব শিকদার, আনোয়ার জাহিদ, মেজবাহুল করিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, শহিদুল ইসলাম মাসুদ সরকার, কোয়েল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সহ-তত্ব ও গবেষণা সম্পাদক খন্দকার রিয়াজ, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সাবেক সহ-সম্পাদক আবু জাফর রিপন, সহ-আইন সম্পাদক মশিউর রহমান রিয়াদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খন্দকার কাঁকন, এবাদুল হক পারভেজ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম খান, রাসেল মিয়া, মহিউদ্দিন সুমন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নিজাম হাওলাদার।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
টিএ/এসআইএ