ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া মাহফিল

গোপালগঞ্জ: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ মাহফিল।

মাহফিল থেকে দেশ-জাতির মঙ্গল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউর কবির বিপ্লব, হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল। পরে নেতা-কর্মীরা এতে অপরকে মিষ্টি খাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। তারেক রহমান দেশে ফিরে গণমানুষের কাণ্ডারি হবেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।