ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুব মজলিসের কর্মীদের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
যুব মজলিসের কর্মীদের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

ঢাকা: বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী ‘কর্মী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি আল্লামা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করে, ১৫ বছরের অগ্রযাত্রায় যুব মজলিস সারাদেশের যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও সব বিরোধ পরিহার করে কাজের মাধ্যমে নিজেদের পথ তৈরির জন্য বিরামহীন মেহনত করেছে।  

এ সময় তিনি যুব মজলিসের কর্মীদের ত্যাগ ও কুরবানির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপ্রচার ও আত্মপ্রদর্শনী পরিহার করে সারাদেশে কাজ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।  

এ সময় তিনি আগামী ২৭ ডিসেম্বর যুব মজলিসের ১৫ বছর পূর্তি সমাবেশের ঘোষণা দেন এবং তা সফলের আহ্বান জানান।

সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজি, বিশিষ্ট লেখক গবেষক মুসা আল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, সহপ্রশিক্ষণ সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা আব্দুল মুমিন, যুব মজলিসের অফিস-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা রেজাউল করীম, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা আনোয়ার মাহমুদ, হাফেজ আবুল কালাম, মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামালুদ্দীন ও সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।