সৎ, দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ অডিটোরিয়ামে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না।
তিনি বলেন, মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও ভিয়েতনাম—এসব দেশের অর্থনীতি এক সময় বাংলাদেশের চেয়েও দুর্বল ছিল, অথচ আজ তারা উন্নত হয়েছে; মাত্র ১০ থেকে ২০ বছরের ব্যবধানে।
সাদ্দাম বলেন, আমাদের দেশের প্রায় ৬০ শতাংশ মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। অথচ আমাদের দেশে ইউরেনিয়াম, তেল, গ্যাস, কয়লা, সমুদ্র, করিডোরসহ বহু প্রাকৃতিক সম্পদ রয়েছে। বর্তমানে দেশের মাত্র ৯ শতাংশ জনগণ বৃদ্ধ, বাকিরা সবাই কর্মক্ষম। এই বিশাল মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হলে মেধাবীদেরই এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি হাফেজ আবু তাহের বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা এই সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো ফলাফলের পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হোসাইনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. মুজাহিদুল ইসলাম।
টিএ/এমইউএম