ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হুংকার দিয়ে খেলা শুরুর আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছে: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
হুংকার দিয়ে খেলা শুরুর আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছে: নুর বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর

নারায়ণগঞ্জ: গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিগত ১৫ বছরে ও তার আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ওসমান পরিবারের দাপটে নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল।  

তিনি বলেছেন, ১৫ বছরে নারায়ণগঞ্জে যা হয়েছে, তা দেশের ইতিহাসে ঘৃণিত অধ্যায়।

এই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে ওসমান পরিবার কীভাবে হত্যা করেছিল তা নারায়ণগঞ্জবাসী ভালো করেই জানে। তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের ঘটনা ঘটিয়েছিল।

শুক্রবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

নুরুল হক নুর বলেন, তারা খেলা হবে বলে হুংকার দিয়েছিল। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছে। এই খেলোয়াড়রা নারায়ণগঞ্জে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার প্রতিবাদ করে আসছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। আমাদের নেতা-কর্মীরা ওসমান পরিবারের হুমকির মধ্যেই মাঠ পর্যায়ে কাজ করে গেছেন।


তিনি বলেন, অনেকেই নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। কারণ পুরো প্রশাসনকে তারা দলীয়করণ করে রেখেছিল।


নুরুল হক নুর আরও বলেন, আমরা যখন ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে আন্দোলন করেছিলাম, তখন অনেকেই রাজপথে আসে নাই। গোপনে গোপনে কেউ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) থেকে টাকা খেয়ে, শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণঅধিকার পরিষদ পুরোদমে কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।