ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ নষ্ট করে দিয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
‘শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ নষ্ট করে দিয়েছে’

সিরাজগঞ্জ: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি সেক্টর নষ্ট করে দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে নষ্ট করেছে।

সে জন্য বিএনপির প্রতিটি কর্মীকে দায়িত্বশীল পরিচয় দিয়ে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের জনগণ ১৭ বছর বাক স্বাধীনতা হারিয়েছিল, ভোটের অধিকার হারিয়েছিল। মানুষের সেই বাক স্বাধীনতা ফিরে পেতেই আন্দোলন সংগ্রাম করা হয়েছিল। কিন্তু এখনো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি নাই।

রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, খালেদা জিয়া যে গণতন্ত্র ৯১ সালে প্রতিষ্ঠিত করেছিলেন সেই গণতন্ত্র হরণ করা হয়েছিল। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ আপনাকে দেশকে থেকে বের করে দিয়েছেন।  

জিলানী আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে একটি সরকার গঠন হবে সেই সরকার গণতান্ত্রিকভাবে বাংলাদেশ পরিচালনা করবে। কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কাজ করতে হবে। ইতোমধ্যে নানা ষড়যন্ত্র হয়েছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে।

তিনি বলেন, সিরাজগঞ্জের নেতাকর্মীর ওপর স্টিম রোলার চালানো হয়েছিল। আন্দোলনের সময় ধানক্ষেত, নৌকা ও গরুর গোয়ালে থেকেছেন আবার আন্দোলনে মাঠে নেমেছেন। এই আন্দোলন সংগ্রামের ফসল ঘরে তুলতে হবে। প্রকৃত কর্মী হলো যারা দুঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায় না।  

সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, সব নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে ভাল আচরণ করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে সব ষড়যন্ত্র ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে রুখে দিতে হবে।

সভায় বক্তারা বলেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন গত ১৭ বছর হাসিনা সরকারের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন।  

সভায় স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আ হ মুহাম্মাদ খোকন, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।