ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

দর্শনায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, ডিসেম্বর ১৬, ২০২৪
দর্শনায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে দর্শনার কেরু কোম্পানি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

তারা হলেন- দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ববি ও আলাউদ্দিনের ছেলে ছাত্রলীগের সদস্য আহসান হাবীব রকি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার কেরু কোম্পানি এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকা থেকে ছাত্রলীগের রফিকুল ইসলাম ববি ও আহসান হাবীব রকিকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে দর্শনার পরানপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হামলা ভাঙচুর এবং বাড়ির লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে গত ২৭ আগস্ট দর্শনা থানায় মামলা হয়েছে। ওই মামলার ৬৯ জন আসামির মধ্যে তারা দুজন অন্যতম।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের মধ্যে আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।