ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সচিবালয়ে আগুন

প্রয়োজনে সেনাবাহিনীকে দিয়ে তদন্ত করার আহ্বান চরমোনাই পীরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
প্রয়োজনে সেনাবাহিনীকে দিয়ে তদন্ত করার আহ্বান চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বরিশাল: দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাতে অগ্নিকাণ্ডে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রয়োজনে সেনাবাহিনীর মাধ্যমে পৃথক তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বরিশালের চরমোনাই মাদরাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ এক সভায় সভাপতির বক্তব্যে রেজাউল করীম এ আহ্বান জানান।

তিনি বলেন, সচিবালয়ে এমন অগ্নিকাণ্ড স্বাধীনতার ৫৩ বছরে আর কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত, জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

সভায় আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, সহ-সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের প্রমুখ।

সভায় চরমোনাই পীর আরও বলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে ভবনে সেসব ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে অনেকের আশংকা। এজন্য শুধু একটি তদন্ত কমিটি গঠন করে বসে থাকলে চলবে না, একাধিক ব্যাক্তি ও সংস্থাকে দিয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে কারণ খুঁজে বের করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে।  

প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তিনি আহ্বান জানান।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সাম্প্রতিক সময়ে তাদের কর্মতৎপরতা, দায়িত্ব পালনের বিস্তারিত কিছু অনুসন্ধান করতে হবে। এদের মধ্যে কেউ দায়িত্ব পালনে উদাসীন বা অবহেলা করে থাকলে তাদের আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়ের কন্ট্রাকটর ও কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতি করে অবৈধ সম্পত্তি অর্জন করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে এদের কোনো সম্পৃক্ততা ঘটনার সঙ্গে থাকলে তাদের আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে।  

এসময় চরমোনাই পীর দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সব স্থাপনায় নিরাপত্তা আরও জোরদার ও নিশ্ছিদ্র করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।