ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র গ্রেপ্তার

জামালপুর: জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের দেওয়ানপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এরপর রোববার (২৯ ডিসেম্বর) সকালে তাকে ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গত ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুরের সভারচরে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা করেন এক ছাত্রদল নেতা। আব্দুল কাদের এ মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আব্দুল কাদের সেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। কাউন্সিলরদের অনাস্থারা পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৯ এপ্রিল বহিষ্কার হন টানা তিনবারের মেয়র আব্দুল কাদের সেখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।