ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার কামরুল ইসলাম খান

গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কামরুল ইসলাম খান (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন।  
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি) টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর শৈলারগাতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কামরুল কাশিমপুর থানার ভবানীপুর গ্রামের মৃত মজলিস খানের ছেলে।

তিনি (কামরুল) জিএমপির গাছা থানার বৈষম্যবিরোধী একটি হত্যা মামলার আসামি ও গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে গাছা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা থাকায় তাকে ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।