ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

রাজনীতি

জাতিসংঘের রিপোর্টের পর আ.লীগের মুখ রক্ষার আর কিছুই নেই: ডা. জাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
জাতিসংঘের রিপোর্টের পর আ.লীগের মুখ রক্ষার আর কিছুই নেই: ডা. জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সত্যের ওপর কথা বলে, এ কথা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই নেই।

তিনি বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে যা বলে আসছে, জাতিসংঘের প্রতিবেদনে সেটাই উঠে এসেছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. জাহিদ বলেন, আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, তোমরা যা বলেছিলে সেটিই সত্য। আল জাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য। অর্থাৎ যা কিছু বিএনপি বলে, তা সত্য।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা বার বার বলতেন, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে, প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হাসিনা মধ্যম আয়ের দেশ করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের ওপর পাঁচ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দীর্ঘ শাসনামলে রাষ্ট্রের প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে। দলীয়করণ করতে করতে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কাজ করতে পারছে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। দিনের ভোট রাতে হয়। নির্বাচনে জনগণ ভোট দেওয়ার স্বাধীনতা হারিয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ব্যাংকের আটশ’ কোটি টাকা চুরি হয়ে গেলো। কেউ জানে না। সাংবাদিক সাগর-রুনির প্রতিবেদন ১১৬ বার পিছিয়েছে। এখন প্রমাণিত হচ্ছে, শেখ হাসিনা নিজে বাঁচতে তাদের খুন করিয়েছে। এসব কথা আগে মানুষ বিশ্বাস করেনি। কিন্তু সত্যের যে ঘণ্টা, সেটা তো বাজবেই।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) ঘটনা কারা ঘটিয়েছে? সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, এ কমিটি জানাবে কারা সেখানে ঘটনা ঘটিয়েছে। কারা আগে উসকানি দিয়েছিল। আমরা সেদিকে যেতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ঐক্য চাই। আমরা স্বৈরাচারের দোসরদের বিচার চাই। যাদের হাতে এখনো মানুষ হত্যার রক্ত লেগে আছে, তাদের বিচার করতে হবে।  

বিএনপির ওপর বার বার জুলুম নির্যাতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভয় পাওয়ার কিছুই নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ দল আন্দোলন, সংগ্রাম ও প্রতিকূলতার মধ্যে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা জানে।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।