ঢাকা: গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি ফিলিস্তিনে সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করেন এবং ইসরায়েল যুদ্ধ নীতি ভঙ্গ করে গাজায় যে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের ওপরে এ ধরনের হত্যাযজ্ঞ আমরা আর দেখতে চাই না বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে কোমল পানীয় ইসরায়েলি পণ্য হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে পণ্যটি ফেলে দেন হাজারো নেতাকর্মী।
গত ছয় মাসে অন্তর্বর্তী সরকার দেশে স্থিতিশীলতা ফেরাতে পারেনি দাবি করে আমিনুল হক বলেন, এ পরিস্থিতির পরিবর্তনের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। আমরা বিশ্বাস করি দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার বাস্তবায়নের মাধ্যমেই দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে।
তিনি বলেন, দেশের মানুষ দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দেখতে চায়। পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। দেশের মানুষ পরিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দেশের মানুষ স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায়। সেটি তখনই সম্ভব যখন দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, মো. আফাজ উদ্দিন, মো. শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
টিএ/আরআইএস