লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক স্পেন প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মালেক খা ব্রিজের নতুন বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।
সাইজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের চর ঘাসিয়া গ্রামের মৃত নুরু দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপি কর্মী ফারুক কবিরাজ গ্রুপের সঙ্গে উপজেলা কৃষকদল নেতা শামীম গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। প্রতিপক্ষের লোকজন শামীমের সমর্থক সাইজ উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় আবু খা (৫৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর মোতায়েন রয়েছে।
নিহত সাইজ উদ্দিনের ভাতিজা মো. ছিদ্দিক বলেন, ফারুক কবিরাজ, মেহেদী কবিরাজ, আলামিন কবিরাজ, ফারুক গাজী ও আরিফের নেতৃত্বে আমার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে হামলাকারী স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ পথরোধ করে রাখে। এ কারণে সঠিক সময়ে তাকে হাসপাতালে নেওয়া যায়নি। পথেই তার মৃত্যু হয়েছে।
তার আরেক ভাতিজা সোহাগ হোসেন বলেন, আমার চাচা সাইজ উদ্দিন ৮-১০ বছর ধরে স্পেন প্রবাসী। আগামী ১২ এপ্রিল তার স্পেন ফিরে যাওয়ার কথা ছিল। তিনি শ্বশুরবাড়িতে বিদায় নিতে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে ফেরার পথে দু'পক্ষের হামলার মধ্যে পড়ে নিহত হন। তাকে হত্যার উদ্দেশ্যে ফারুক কবিরাজ ও তার গ্রুপের সদস্যরা কুপিয়েছে। তিনি বিএনপি সমর্থক হলেও কোনো পদপদবী ছিল না।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বাংলানিউজকে বলেন, বিএনপির দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত এবং ১০-১২ জনের মতো আহত হয়েছে। আমিসহ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছি। জড়িতরা পালিয়ে গেছে, আবার কেউ কেউ আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ