ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

জামালপুর: জামালপুরে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোকাদ্দেস আলী।

এর আগে সোমবার (৭ এপ্রিল) দুপুরে জামালপুরের যুগ্ম জেলা জজের দ্বিতীয় আদালতের বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, রহুল আমীন মিলন তিন মাসের সময় নিয়ে শহিদুল্লাহ শহীদের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। কিন্তু তিন মাস অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক বই থেকে দুই লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, তার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা নেই। পরে ২০২৩ সালের ২২ আগস্ট শহিদুল্লাহ্ বাদী হয়ে চেক প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি অ্যাডভোকেট সাথী।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।