ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, এপ্রিল ২৯, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক বুধবার জাতীয় নাগরিক পার্টি ও গণসংহতি আন্দোলনের লোগো।

ঢাকা: সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধিকতর ঐক্য সৃষ্টির লক্ষ্যে আগামী বুধবার (৩০ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা ও বৈঠক করবে গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ভেতরে অধিকতর সমঝোতা ও ঐক্য তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে গণসংহতি আন্দোলন।

এরই অংশ হিসেবে আগামী বুধবার দুপুর আড়াইটায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আলোচনায় বসবে গণসংহতি আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি।

আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।