যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান ও অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর না ফিরতে পারে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে, একতাবদ্ধ হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে হবে।
শনিবার (৫ জুলাই) বিকেলে যশোর শহরের ঘোপে তিন নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মাহমুদুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাহিদা আক্তার।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, নারীদের উন্নয়নে জিয়াউর রহমান তৈরি করেছিলেন নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থাসহ নানাবিধ কর্মক্ষেত্র। যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে সহজতর হয়েছিল। সে সময় ঘূর্ণায়মান ঋণ ব্যবস্থার কারণে দ্রুত নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছিল।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনামুক্ত বাতাসে আমরা নিশ্বাস নিতে পারছি। এজন্য যে প্রাণান্তকর চেষ্টা হয়েছে তার কৃতিত্ব শুধু পুরুষের না, নারীরও।
মাঠে ময়দানে একজন পুরুষ যেভাবে শারীরিক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছেন, তাদের শক্তি যুগিয়েছে নারী। ফলে কোন অবস্থাতেই আমাদের মা-বোনেদের অবদান অস্বীকার করার উপায় নেই।
অমিত বলেন, আগামীতে বিএনপি নির্বাচিত হলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা প্রয়োজন তা করবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁন এবং সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।
সমাবেশ পরিচালনা করেন আনোয়ারা বেগম।
এএটি