ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

রাজনীতি

শামীম হায়দার পাটোয়ারীকে জাপার মহাসচিব বানালেন জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জুলাই ৭, ২০২৫
শামীম হায়দার পাটোয়ারীকে জাপার মহাসচিব বানালেন জি এম কাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

ঢাকা: কাউন্সিলসহ বিভিন্ন ইস্যুতে নেতৃত্বপর্যায়ে কলহের মধ্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ নিয়োগের বিষয়টি জানান।



তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এতদিন ধরে দলটির মহাসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মো. মুজিবুল হক চুন্নু।

চুন্নুর পাশাপাশি জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং তাদের অনুসারীদের সঙ্গে জিএম কাদেরসহ নেতৃত্বের একটি অংশের দূরত্ব প্রকাশ্য হয়ে পড়ে সম্প্রতি।

কাউন্সিলের দিনক্ষণ নিয়ে মতবিরোধ, চেয়ারম্যানের ক্ষমতায় অদলবদল এবং আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে এই দূরত্ব তৈরি হয় বলে জানা যায়। এসব নিয়ে আলোচনার মধ্যে চুন্নুকে আউট করে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব পদে বসালেন জিএম কাদের।

শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের  ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।