সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুইজন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (০১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কাটাগাং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে ছেড়ে সিলেটের দিকে আসা বিরতিহীন যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তাৎক্ষণিক মানুষের চিৎকারে আশপাশের লোকজনও উদ্ধারে এগিয়ে যান। রাস্তার পাশে অন্তত ৮ থেকে ১০ ফুট পানির একটি খাদে পড়ে বাসটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটির চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় রাস্তার পাশে খাদে অন্তত ৮ থেকে ১০ ফুট পানির মধ্যে পড়ে যায়। এতে দুইজন নিখোঁজ রয়েছেন এবং ৩০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ৩৬ সিটের বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৪২ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এরইমধ্যে নিমজ্জিত বাসটি টেনে ডাঙায় তোলা হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
এনইউ/আরএইচ