ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

 এ রাষ্ট্র-রাজনীতির কাঠামো পাল্টাতে হবে: সামান্তা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, আগস্ট ৩, ২০২৫
 এ রাষ্ট্র-রাজনীতির কাঠামো পাল্টাতে হবে: সামান্তা  বক্তব্য দিচ্ছেন এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ছবি: জিএম মুজিবুর

স্বৈরশাসক শেখ হাসিনাকে 'বাংলার ইয়াজিদ' আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সবাইকে রাজপথে থাকতে হবে। বাংলার এ ইয়াজিদ শেখ হাসিনার বিচার জনগণের আদালতে হবেই।

আমরা মাঠ ছাড়িনি, রাজপথ ছাড়িনি। ইনশাল্লাহ ছাড়বো না।

রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে সামান্তা শারমিন এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আজ আমরা যুদ্ধের প্রস্তুতির ডাক নিয়ে এসেছি। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি—সব জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমাদের সামনে আর কোনো পথ নেই, এ রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পাল্টাতে হবে।

সামান্তা শারমিন বলেন, শহীদের রক্ত, আহতদের আহ্বান, এবং শহীদ পরিবারের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি গড়ে উঠছে। আমরা পথে-পথে গিয়েছি, প্রতিটি জেলার বাতাস গায়ে মেখে এসেছি। আমাদের এ দল কারও দয়া নয়, এ জনগণের নিজস্ব সংগ্রামের ফসল।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা আন্দোলন, চাকরি আন্দোলন—সবকিছুর কেন্দ্রে যে বঞ্চনা, আমরা তার রাজনৈতিক সমাধান দিতে চাই। নতুন প্রজন্মের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, পথশিশুর বাবাও যাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানের স্বপ্ন দেখতে পারেন—এটাই আমাদের প্রতিজ্ঞা।  

সামান্তা শারমিন আওয়ামী লীগের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসনের অভিযোগ তুলে বলেন, তারা বাঙালির মূল সংস্কৃতিকে ধ্বংস করে বিদেশি সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। মাইজভান্ডারী নেই, আব্দুল করিম নেই, গণঅভ্যুত্থান নেই—এ হলো তাদের বাঙালিত্ব। আমরা সে সংস্কৃতির বিরুদ্ধে লড়ছি, যেখানে মুক্তির ইতিহাস নেই।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।