ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না: সেলিমা রহমান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, আগস্ট ৬, ২০২৫
জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না: সেলিমা রহমান  সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

বরিশাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ছাড়া, জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এতো বড় আন্দোলন সফল হয়েছে।

এজন্য আজকে বরিশাল বিভাগের এ সমাবেশ থেকে আমরা তাদের জানাই অভিনন্দন।  

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (০৬ আগস্ট) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সেলিমা রহমান বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার হটিয়ে বড় ধরনের বিজয় অর্জন করতে পেরেছি। যেখানে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব জনগণের মধ্যে প্রেরণা জুগিয়েছে। আজকে আমাদের বিজয়ের দিন কারণ গতকাল (মঙ্গলবার) দেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জনগণের নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা এতোদিন কাজ করেছি।  

তিনি বলেন, এখন আমাদের রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন করতে হবে। আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের জন্য কাজ করতে হবে।  

সভায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।  

বরিশাল মহানগর ও জেলা বিএনপির (উত্তর) উদ্যোগে সভা শেষে নগরীতে বিজয় র‌্যালি বের করেন নেতাকর্মীরা।  

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ