নওগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য বিগত যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন। ফলে বিএনপির সব নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, এখনো নানাবিধ চক্রান্ত চলছে, বিএনপি নেতাকর্মীরা সব চক্রান্ত পেছনে ফেলে একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকবে।
দীর্ঘ ১৫ বছর পর সোমবার (১১ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা বিএরপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আপন ভাই ও বোনের মতো বিএনপির সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘসময় লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। স্বৈরাচার পালিয়ে গেলেও ধ্বংস করে গেছে সরকারি প্রতিটি সেক্টরে।
তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে তাই নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
সম্মেলনে সকাল থেকেই স্লোগান আর মিছিলে নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন দলের স্থানীয় নেতাকর্মীরা। বিগত স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন তুলে ধরে আগামী দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।
আরআইএস