ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, আগস্ট ৩১, ২০২৫
নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রাশেদ খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সেনাবাহিনীর কতিপয় সদস্যদের বিচার করতে হবে। এ ইস্যুতে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, সকালে মহামান্য রাষ্ট্রপতি ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। ভিপি নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি এই হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে আহত নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেন, নুর এখনো আশঙ্কামুক্ত নন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।