ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় শিবির-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
উল্লাপাড়ায় শিবির-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিবির-পুলিশ সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকার চৌকিদহ ব্রিজের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



ঘটনাস্থল থেকে ৩টি ককটেল ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় জেলা ছাত্রশিবিরের সভাপতি সোলাইমান হোসেন ও শিবির নেতা গোলাম কিবরিয়াকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে ছাত্র-শিবিরের নেতাকর্মীরা উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকার চৌকিদহ ব্রিজের কাছে রাস্তায় অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল আহত হন।

এদিকে, ছাত্র শিবিরের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন দাবি করেছে শিবির। আহত দুই শিবিরকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, শিবিরের নেতাকর্মীরা পুলিশকে দেখা মাত্র এলোপাতাড়ি ককটেল বোমা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। ককটেলের আঘাতেই দুই শিবিরের নেতা আহত হয়েছে বলে তিনি জানান।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে জানান, ছাত্র শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক শিবির নেতাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।