ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল: সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
অবরোধ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল: সুরঞ্জিত সুরঞ্জিত সেন গুপ্ত

ঢাকা: অবরোধ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

অবিলম্বে এই আন্দোলনকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।



শুক্রবার (০৯ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। এতে সভাপতিত্ব করেন ড. খন্দকার এমদাদুল হক সেলিম ভূইয়া।  

এ সময় সুরঞ্জিত বলেন, অবরোধ যারা দেয় আর যারা পালন করে উভয়কে কঠোর শাস্তির বিধান রেখে আইন করতে হবে।

এ ধরনের সহিংস ও নাশকতামূলক সংবাদ প্রচারে মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ করার বিষয়েও ভেবে দেখার কথা বলেন তিনি।

সম্প্রতি বিচারকদের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে তাদের নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, আমাদের বিচারকদের নিরাপত্তার বিষয়ে এখন ভাবতে হবে।

তাদের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে হবে।

এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত সরকারের প্রতি দৃষ্টি‍ আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫ আপডেট : ১৩৪০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।