ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধুনটে পুলিশ-অবরোধকারী সংঘর্ষে আহত ২০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ধুনটে পুলিশ-অবরোধকারী সংঘর্ষে আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া, ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের সঙ্গে অবরোধ সমর্থনকারী বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ ও পুলিশ সদস্যসহ ২৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

 

পরে এ ঘটনায় বিএনপি ও শ্রমিকদলের পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, অবরোধ সমর্থনে দুপুর ১২টার দিকে বিএনপি-জামায়াত কর্মীরা মিছিল বের করে। নাশকতার আশঙ্কায় পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াত কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

সংঘর্ষে স্থানীয় যুবদল নেতা আমিনুল ইসলাম (৩০), শ্রমিকদল নেতা মাহমুদুল হাসান বিদ্যুৎ (৩২) ও ছাত্রদল নেতা রাজু আহম্মেদ (২৮) গুলিবিদ্ধ হন।

এছাড়া অবরোধকারীদের হামলায় পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন (২৫), জাহাঙ্গীর আলম (৩০), আব্দুল মমিন (২৩) ও ফরিদুল ইসলাম (২৪) আহত  তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। এরা হলেন, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনি আমিন, গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুৎ, উপজেলা মৎস্য দলের সাবেক সভাপতি সেলিম আহম্মেদ (৩২) ছাত্রদল নেতা আলম হাসান ও ঈশ্বরঘাট গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল হান্নান (২৫)।

ধুনট থানার ওসি জিয়াউর রহমান পিপিএম আরো জানান,  দুপুরের পর থেকে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় ধুনট থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫/আপডেট: ১৬৩৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।